Site icon Daily Dhaka Press

আজ বিকেলে ইসির সভা, সন্ধ্যায় তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের (ইসি) ২৬তম সভা অনুষ্ঠিত হবে আজ বুধবার বিকেল ৫টায়। সেই সভায় নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে।

বৈঠকের পর সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বিটিভি ও বাংলাদেশ বেতারে সরাসরি প্রচারিত ওই ভাষণে তিনি তফসিল ঘোষণা করবেন।

নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম সংবাদ সম্মেলনে এ কথা জানান। বুধবার সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশন মনে করে নির্বাচনের পরিবেশ আছে।

Exit mobile version