Site icon Daily Dhaka Press

চট্টগ্রাম নাগরিক ফোরামের গোলটেবিল বৈঠক ১৮ নভেম্বর

চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম নাগরিক ফোরামের উদ্যোগে ফোরামের চেয়ারম্যান ও চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার ব্যারিস্টার মনোয়ার হোসেন এর নেতৃত্বে কালুরঘাট সেতুর পশ্চিম কুলে পূর্ব ঘোষিত মহাসমাবেশের কর্মসুচীকে বাতিল করে আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনার প্রেক্ষিতে মহাসমাবেশের পরিবর্তে নতুন কালুরঘাট সেতু বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ নভেম্বর ২০২৩ শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। উক্ত গোলটেবিল বৈঠকে কালুরঘাট সেতু বাস্তবায়নের দাবীতে আন্দোলন সংগ্রামের সাথে জড়িত এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন, মহাসচিব কামাল উদ্দিন ও সমন্বয়কারী স.ম জিয়াউর রহমান।

Exit mobile version