চট্টগ্রাম থেকে : পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের চতুর্থ মহামান্য সংঘরাজ এটিএন বাংলা ও ইউনিলিভার বাংলাদেশ লি. কর্তৃক সাদামনের মানুষ উপাধিপ্রাপ্ত, মায়ানমার সরকার কর্তৃক অগ্রমহাপণ্ডিত উপাধিপ্রাপ্ত, বহু সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের রূপকার-প্রতিষ্ঠাতা, কাচালং শিশু সধনের প্রতিষ্ঠাতা পরিচালক মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ সদ্যপ্রয়াত ভদন্ত তিলোকানন্দ মহাথের’র মরদেহ পেটিকাবদ্ধকরণ অনুষ্ঠান আজ ১৫ নভেম্বর ২০২৩ বুধবার দিনব্যাপী ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠান মালার মধ্যদিয়ে রাঙ্গামাটি জেলাধীন মারিশ্যা মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় অনুষ্ঠিত প্রথম অধিবেশনে অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য বৌদ্ধ মিশনের পরিচালক ভদন্ত সুমনালংকার মহাথের। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকৃত চাকমা, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির উদ্দিন জমির, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আকতার, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথের। এসময় আরো বক্তব্য রাখেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সভাপতি ও মোনগড় শিশু সদনের প্রতিষ্ঠাতা সদস্য ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি, ছাবা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভদর্শী মহাথের, বোধিগিরি শিশু সদনের পরিচালক ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কালাচং শিশু সদনের সাধারণ সম্পাদক ভদন্ত শান্তজ্যোতি মহাথের, বাঘাইছড়ি শিশু সদনের সহ-সভাপতি ভদন্ত সংঘপ্রিয় মহাথের। স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য ভিক্ষু সংঘ বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ভদন্ত কোলিতথের। ধার্মিক উপাসিকা ও আবৃত্তি শিল্পী স্মরণিকা চাকমার সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সমিতা চাকমা, কালাচং সরকারী কলেজের প্রভাষক লালন কান্তি চাকমা, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জেবিএস আনন্দব্যোধি ভিক্ষু, ভদন্ত রত্নপ্রিয় থের, ভদন্ত রতনানন্দ থের।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী দীপংকর তালুকদার এমপি বলেন, বৌদ্ধ ধর্ম একটি মৈত্রী ও শান্তির ধর্ম। অশান্ত পাহাড়ে শান্তির ধর্ম ও শান্তময় পরিবেশ সৃষ্টিতে প্রয়াত ভদন্ত তিলোকানন্দ মহাথের বিশেষ অবদান রেখেছেন। ভদন্ত তিলোকানন্দ মহাথের’র প্রয়ানে পুরো পার্বত্য এলাকা একজন সদ্বধর্মের প্রচার ও সেবককে হারালো। তিনি আরো বলেন, ভদন্ত তিলোকানন্দ মহাথের ছিলেন একজন আপাদমস্তক মানবতার কল্যাণকামী বাঙালী বৌদ্ধ মনীষী।