Site icon Daily Dhaka Press

রোটারি ক্লাব চিটাগাং অ্যারিস্টোক্রেটের সঙ্গে প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের সমঝোতা স্মারক

চট্টগ্রাম থেকে : আধুনিক শিক্ষা কার্যক্রমের গতিশীলতায় দক্ষ মানবসম্পদ উন্নয়নে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রোটারি ক্লাব অব চট্টগ্রাম অ্যারিস্টোক্রেট ও প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

আজ ১৪ নভেম্বর এই সমঝোতা চুক্তিতে রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্রেটের পক্ষে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট রোটারিয়ান সাদমান সাঈকা সেফা ও প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের পক্ষে প্রতিষ্ঠানের সভাপতি ইন্দু নন্দন দত্ত ও প্রিন্সিপাল রুমা মজুমদার।
এ সমঝোতার ভিত্তিতে শিক্ষার্থীদের স্মার্ট লাইব্রেরি ব্যবহার, নিরাপদ জলপান, স্বাস্থ্য-পরিচ্ছন্নতা, স্যানিটেশন ইত্যাদি প্রদানের জন্য উভয় প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। এই সমঝোতা প্রযুক্তিগত অগ্রগতি এবং তরুণ শিক্ষার্থীদের অগ্রগতি নিশ্চিত করা, ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাপী নাগরিক তৈরি করতে ভূমিকা রাখবে।
শুরু থেকেই রোটারি ক্লাব অব চিটাগং অ্যারিস্টোক্রেট বিভিন্ন পরিষেবা প্রদান করে আসছে। শান্তির প্রচার, পলিও ইরিডিক্যাশন, বিশুদ্ধ জল, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রদান, শিক্ষাকে সর্বদা সমর্থন, স্থানীয় অর্থনীতির বৃদ্ধি, টেকসই মানবসম্পদ উন্নয়ন এবং পরিবেশ রক্ষার জন্য অবিচ্ছিন্ন বিষয়গুলোতে পদক্ষেপ নিয়ে যৌথ দায়িত্ব পালন করে যাচ্ছে।
এর ধারাবাহিকতায় রোটারি ক্লাব অব চিটাগং অ্যারিস্টোক্রেট ২০১৪ সালের ১ ডিসেম্বর চার্টার্ড ক্লাবের স্বীকৃতি অর্জন করে।
রোটারি একটি আন্তর্জাতিক সংস্থা যা ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ২০০টিরও বেশি দেশ এবং ভৌগোলিক এলাকায় ৩৫ হাজারটিরও বেশি ক্লাবকে অন্তর্ভুক্ত করেছে, যার মাঝে রোটারি ক্লাব অব চিটাগাং অ্যারিস্টোক্রেট ।

Exit mobile version