সৈয়দ মনির আহমদ, ফেনী :
প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য (সাবেক) আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেছেন, দেশের মন্ত্রী বা এমপি হওয়ার লালসা নেই, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কর্মী, এটাই সৌভাগ্যের ব্যাপার।
আমাদের নেত্রী সকল ভয়ভীতি উপেক্ষা করে সোনার বাংলা বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি এখন ১৬ কোটি মানুষের নেত্রী, এশিয়ার লৌহ মানবি, সাহসি নেত্রী, উন্নয়নের নেত্রী ও মানবতার নেত্রী। আমরা সেই নেত্রীর কর্মী।
বুধবার বিকালে ছাগলনাইয়া জিরোপয়েন্টে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাসিম চৌধুরী বলেন, গত ১৫ বছরে দৃশ্যমান উন্নয়ন অনেক হয়েছে, জনগনের ভাগ্যোন্নয়ন হয়েছে, তাই জনগণ এখন আওয়ামীলীগের সাথে আছে, এজন্য ওরা (বিএনপির) নির্বাচনে আসতে ভয় পায়। ওরা এখন নির্বাচন বানচালের চেষ্টা করছে, এতে কোনো লাভ হবেনা।
বিশেষ অতিথি ছিলেন, ফেনী -২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। বিএনপি – জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, আন্দোলনের নামে ফেনীতে জ্বালাও -পোড়াও করলে কঠোরভাবে প্রতিহত করা হবে।
ফেনী-১ আসনে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী নাসিম চৌধুরীর সমর্থনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান’র সঞ্চালনায় আরও বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, পৌর মেয়র এম. মোস্তফা, যুবলীগ সভাপতি এনামুল হক মজুমদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুন্সি মোরশেদ আলম প্রমুখ।
এসময় ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।