Site icon Daily Dhaka Press

৫০তম সেঞ্চুরিতে অনন্য উচ্চতায় বিরাট কোহলি!

মুম্বাইয়ে ওয়াংখেড়েতে আজকের (১৫ নভেম্বর) ম্যাচটি ছিল ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি। তবে মিল শুধু এতটুকুই। প্রতিযোগিতায় সেমিফাইনালের সর্বোচ্চ রান সংগ্রহের নতুন ইতিহাস গড়লো ভারত।

প্রতিযোগিতায় বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের জোড়া সেঞ্চুরিতে নিউজল্যান্ডের বিপক্ষে ৩৯৭ রান তুলেছে রোহিত শর্মার দল।

বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে পাহাড়সম ৩৯৭ রান সংগ্রহ করেছে ভারত।

মুম্বাইয়ে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ইনিংসের শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। নবম ওভারে ৪টি চার ও ছক্কায় ২৯ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন ভারত অধিনায়ক।

বিরাট কোহলির সঙ্গে দারুণ ব্যাটিং করতে ছিলেন আরেক ওপেনার গিল। কিন্তু হাফ সেঞ্চুরি পূরণের পর অসুস্থ্য হয়ে মাঠ ছাড়েন ওয়ানডের এক নম্বর ব্যাটার। মাঠ ছাড়ার আগে ৬৫ বলে ৭৯ রানের ক্যামিও উপহার দেন গিল।

১৬৪ রানে গিল মাঠ ছাড়লে ক্রিজে আসেন শ্রেয়াস আইয়ার। দ্বিতীয় উইকেটে ১৬৪ রানের জুটি গড়েন আইয়ার-কোহলি। ৪৪তম ওভারে ক্যারিয়ারের ৫০তম ওয়ানডে শতক তুলে ১১৭ রানে আউট হন কোহলি। এদিন তিনি শচীন টেন্ডুলকারকে টপকে সর্বোচ্চ শতক হাঁকানোর রেকর্ড গড়েন।

নেদারল্যান্ডসের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও ঝোড়ে সেঞ্চুরির দেখা পান আইয়ার। মাত্র ৬৭ বলে ৩টি চার ও ৮টি ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌচ্ছান ডানহাতি এই ব্যাটার। ১০৫ রানের টর্নেডো ইনিংস খেলে সাজঘরে ফেরেন আইয়ার।

Exit mobile version