Site icon Daily Dhaka Press

আজ রাউজানের আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারে কঠিন চীবর দান

চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ দানোত্তম কঠিন চীবর দান আজ ১৬ নভেম্বর বৃহস্পতিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।

সারাদিন ব্যাপি অনুষ্ঠান এর মধ্যে রয়েছে সকাল বেলা বিশ্ব শান্তি কামনায় ত্রিপিটক থেকে সুত্রপাট, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাতরাশ গ্রহন ও বিদর্শন বিহারের প্রয়াত দায়ক দায়িকা ও উপাসক উপাসিকাদের পারলৌকিক সদগতি কামনায় অষ্টপরিস্কার সহ সংঘদান ।

দুপুর দুই ঘটিকায় শুরু হবে মূল অনুষ্টান ধর্মসভা ও কঠিন চীবর দান। এতে সভাপতির আসন গ্রহন করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়ক সদ্ধর্মরশ্মী রতনশ্রী মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া।

এই পুন্যময় অনুষ্ঠানে প্রধান ধর্মদেশকের আসন গ্রহন করেবেন চাঁন্দগাও আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত আযশ্রী থের।

বিশেষ জ্ঞাতী হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচিব ভদন্ত সোবিতা নন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক ভদন্ত অরুনানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক পরমানন্দ মহাথেরো। সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত ধর্মপ্রিয় মহাথের ও আবুরখীল মনোকামনা পূর্ণ বিশ্বশান্তি বুদ্ধ ধাতু জাদীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত উকটা পঞঞা থের।

অনুষ্ঠানে আবুরখীলের কৃতি সন্তান সম্প্রতি পিএইচডি ডিগ্রীপ্রাপ্ত পটিয়া সরকারী কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. রুপেন বড়ুয়া বাবলাকে সম্মাননা জ্ঞাপন ও কৃতি শিক্ষার্থী সম্মাননা প্রদান, ফানুষ উত্তোলন এবং সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে ।

উক্ত অনুষ্ঠানে সকল ধর্মপ্রান উপাসক উপাসিকা ও ধর্মপ্রান নরনারী বৃন্দকে এই পূন্যময় অনুষ্ঠানে উপস্থিত থেকে সফল করার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন বিহার পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী প্রদীপ কুমার বড়ুয়া, অধ্যক্ষ সংঘানন্দ মহাথের ও যুগ্ম-সাধারন সম্পাদক স্বদেশ বড়ুয়া।

Exit mobile version