রিফাত কান্তি সেন :
মিডিয়া পাড়ায় ঠিক কখন কি ঘটে তা নিয়েই কিছু উৎসুক জনতা পরে থাকে। এ নিয়ে মিডিয়া ব্যক্তিত্বরা কিছুটা চাপের মুখে থাকেন। সমোলোচনার দাঁত ভাঙা জবাব দেন কেউ কেউ। আবার কেউ বুঝিয়ে বলার চেষ্টা করেন। ছোট পর্দা বলেন কিংবা বড় পর্দা। দর্শক নন্দিত হলে সুখ কিংবা জ্বালা দুটোই পোহাতে হয়। কখন ঘুম থেকে উঠলেন, কার সাথে মিশলেন, কোথায় গেলেন, কাকে ভালবাসলেন কিংবা কাকে বিয়ে করবেন সবই যেন আলোচনার কেন্দ্রবিন্দু থাকে।
সেলিব্রেটি বলে কথা তাইতো এতো আগ্রহ। তবে ইদানিং স্যোশাল মিডিয়ার বদৌলতে খুব দ্রুত ঘরের খবর পরের কাছে চলে যায়। আর তাতেই বিব্রতবোধ করেন সেলিব্রেটিরা। বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী তানজিন তিশা। রূপসী যেমন তিনি তেমনি আবেগময়ী। মুশফিক ফারহানও কম যান না। তিনিও বেশ দর্শক নন্দিত। গুঞ্জন চলছে তাঁদের প্রেম নিয়ে। অবশ্য এ ঘটনাকে কেন্দ্র করে ঘটেছে অনেক নাটকিয়তা। নাটকের সংলাপে জীবনের মিল খুঁজে ফিরছেন নেটিজেনরা। তবে সবকিছুর উর্ধে গিয়ে তানজিন তিশা দিলেন দাঁত ভাঙা জবাব। সমলোচকদের পাত্তা দিলেন না তিনি। রটনা রটে গেলো আত্মহত্যা করার চেষ্টার। সেটিকেও ভুল প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। ফারহান ইস্যুকে নিয়ে বললেন, আমি আর ফারহানকে নিয়ে যেহেতু এতো কথা সেজন্যই হ্যাশট্যাগে তাকে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া। অন্যকিছু নয়।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.