Site icon Daily Dhaka Press

বাড়ছে বাতাস, উপকূলে হানা দিচ্ছে মিধিলি!

রিফাত কান্তি সেন : উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘুর্ণিঝড় ‘মিধিলি’। বাতাসের গতিবেগ ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার। শেষ খবর পাওয়া পর্যন্ত এটি দ্রুত গতিতে এগিয়ে আসছে উপকূলের দিকে।

ঘূর্ণিঝড় ‘মিধিলার’ প্রভাবে চাঁদপুরের নদী পথকে
৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বাতাসের গতিবেগ ক্রমান্বয়ে বাড়ছে। উত্তাল সমুদ্রের সাথে সাথে নদীও।

এদিকে সারাদেশে লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে। ধারণা করা হচ্ছে সন্ধ্যার মধ্যেই এটি কলাপাড়া-মংলা উপকূলে আঘাত হানতে পারে।

বাতাসের সাথে বৃষ্টির পরিমানও বাড়ছে। মুশুলধারে বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। বিপদে পড়েছে নিন্ম আয়ের মানুষেরা।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবারের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও কোন ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা যায়নি।

Exit mobile version