রিফাত কান্তি সেন : উপকূলের মংলা ও পায়রায় আঘাত হেনেছে ঘুর্ণিঝড় “মিধিলি”। প্রচন্ড ঝড়ো হাওয়া আর তুমুল বৃষ্টিতে মিধিলি তার শক্তির প্রখড়তা দেখিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উপকূলের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র ঝড়ো হাওয়া। বাতাসে উড়ে গেছে অনেকের টিনের চাল। তীব্র বাতাসের তান্ডবে গাছগাছালি লন্ডভন্ড। এদিকে মিধিলির তান্ডবে বিদ্যুত ব্যবস্থার ও অবনতি ঘটেছে। সকাল থেকেই বিদ্যুত নেই দেশের বিভিন্ন অঞ্চলে। কিছু কিছু জায়গায় গ্যাস সরবারহও বন্ধ রাখা হয়েছে।
জনজীবনে নেমে এসেছে দুর্বিষহ কষ্ট। ধারণা করা হচ্ছে সন্ধ্যা নাগাদ মিধিলি আরো বেশী ভয়ংকর রূপ ধারণ করার জন্য শক্তি সঞ্চার করছে। যদি তেমনটি হয় তবে উপকূলের জন্য হবে অশনি সংকেত।
ঘূর্ণিঝড় মিধিলির অগ্রভাগ কলাপাড়ার পাশ দিয়ে মোংলা-পায়রা উপকূল অতিক্রম শুরু করেছে। আজ শুক্রবার সন্ধ্যা নাগাদ এটি অতিক্রম শেষ করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঝড়ের বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। ঝড়ের কেন্দ্র উপকূল থেকে ১৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।