রিফাত কান্তি সেন :
হৃদয় আছে যার সেই তো ভালবাসে /প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হ্যাঁ বন্ধুরা, প্রেমহীন আসলে মানুষ হয় না। কেউ প্রকৃতির প্রেমে পড়ে আবার কেউ মানুষের। প্রেম এক ঐশ্বরিক দান। আসুন জেনে নেই কিভাবে বুঝবেন আপনার জীবনে প্রেম ধরা দিয়েছে কি না?
১। প্রেম আপনাকে ধরা দিলে খুব সহজেই তা টের পাবেন। কারণ আপনার মন উঁড়ু উঁড়ু করবে।
২। সর্বদাই ঐ মানুষটিকে আপনার চোখে ভাসবে যাকে আপনি হৃদয় দিয়েছেন।
৩। আপনার কোন কাজেই মন বসবে না।
৪। আপনার মুখে সর্বদাই একটা হাস্যেজ্জ্বল ভাব বিরাজ করবে।
৫। চুপি চুপি হাসবেন, কথা বলবেন নিজে নিজে।
৬। সব সময় ভয় কাজ করবে। কখন যেন প্রিয় মানুষটি হারিয়ে যায়।
৭। আপনি প্রচুর আড্ডাবাজ হলেও আপনাকে আড্ডায় নয়, চিন্তায় মগ্ন দেখাবে।
৮। সব সময় ফিটফাট চলাফেরা করবেন।
৯। সুগন্ধির ব্যবহার বেড়ে যাবে। সব সময় ফ্রেশ চলবেন।
১০। অন্যমনস্ক দেখাবে আপনাকে। এবং রীতিমত আপনাকে দেখেই যে কেউ বলে দিবে আপনার জীবনে কিছু একটা চলছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.