আন্তর্জাতিক ডেস্ক: জাপানের Gunma প্রিফেকচারের Maebashi শহরে এক কনস্ট্রাকশন প্রজেক্ট চলাকালে প্রায় ১,০০,০০০ পুরাতন কয়েনের সন্ধান মিলেছে। এগুলো খড়ের তৈরি দড়ি দিয়ে বাঁধা ছিল। প্রতি গ্রুপে ১০০টি করে কয়েন বেঁধে রাখা ছিল। সবগুলো একই সময়ে বানানো হয়নি। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, ৩৩৪টি কয়েন পরীক্ষা করে দেখা গেছে এগুলো ৪৪টি ভিন্ন ভিন্ন সময়ে তৈরি। এর মাঝে সবচেয়ে পুরনোটি প্রায় ২,০০০ বছর আগেকার, আর সবচেয়ে নতুনটি ১২৫৬ সালে তৈরি।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.