Site icon Daily Dhaka Press

হারিয়ে যাওয়া বিড়ালের খোঁজে পুরস্কার ঘোষণা জাবি শিক্ষার্থীর

রাজিব রায়হান, জাবি প্রতিনিধি:       হারিয়ে যাওয়া প্রিয় বিড়ালকে খুঁজে দিতে পারলে নগদ ৫ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়ে পোস্টার ছাপিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর এক শিক্ষার্থী। বিড়ালটির গায়ের রং সাদা, নাম ‘সিমবা’। বয়স ৯ মাস।

ওই শিক্ষার্থীর নাম মৃত্তিকা পন্ডিত তন্বী। তিনি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৫ তম আবর্তনের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থী।

গত ১২ দিন ধরে তার বিড়ালটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা হল, বটতলার প্রত্যেকটা দোকান, গেরুয়া, ইসলামনগর, আমবাগান, এমনকি আশপাশের জঙ্গলগুলো, সবখানে বিড়াল থেকে খোঁজা হয়েছে। কিন্তু বিড়ালটির খোঁজ এখনো পাওয়া যায়নি।

এ অবস্থায় মৃত্তিকা পন্ডিত তন্বী বলেন, “বিড়ালটির যখন একমাস বয়স তখন থেকে ওকে পালতেছি। হলে থেকেও যতটা সম্ভব বেস্ট জীবন ওকে দেওয়া যায় আমি দিয়েছি। নিজের সন্তানের মতো করে ওকে বড় করেছি। ও আমার কাছে আমার জীবনের একটা অংশ। আমি সত্যিই মানসিক ভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়েছি ওকে হারানোর পর। আমি হয়তো আমার অনুভূতি লিখে কাউকে প্রকাশ করতে পারবো না, বাট আমি একটুও ভালো নেই আমার সিমবাকে ছাড়া।”

তিনি আরো বলেন, ” আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। কেউ যদি ওকে নিয়ে থাকেন তাহলে আমাকে ফেরত দেবার দরকার নেই। শুধু এটুকু আমাকে জানান আমার বাচ্চাটি বেঁচে আছে, সুস্থ আছে। জাস্ট এটুকু খবর আমাকে কেউ দেন। ফেইক আইডি দিয়ে, অ্যানোনিমাস ফোন নম্বর থেকে, জাস্ট বাচ্চাটার কোনো আপডেট আমাকে দেন কেউ। আমি সত্যিই আর নিতে পারতেছি না ওর হারানোর বিষয়টা।”

Exit mobile version