Site icon Daily Dhaka Press

পাঁচখাইন সার্বজনীন অমরানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিনচীবর দান উৎসব অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো : গত ১৭ নভেম্বর ২০২৩ইং তারিখে পাঁচখাইন সার্বজনীন অমরানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিনচীবর দান উৎসব সম্পন্ন হয়। প্রথম পর্বে অনুষ্ঠানে সকাল বেলা ১৫তম সংঘনায়ক ভদন্ত অমরচাঁদ মহাথের ও ২০তম সংঘনায়ক সুমনাতিষ্য মহাথের স্মরণে অষ্ঠপরিস্কার সহ সংঘদান অনুষ্ঠান।

২য় পর্বে ভদন্ত ধর্মসেনাপতি অভয়নন্দ মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘনিধি ভদন্ত সুমঙ্গল থের। স্বাগত ভাষণ প্রধান করেন বিহার অধ্যক্ষ ভদন্ত তিস্সানন্দ মহাথের।

মঙ্গলাচরণ পাঠ করেন ভদন্ত করুনতিস্স ভিক্ষু, প্রধান ধর্মদেশক ভদন্ত তনংকর ভিক্ষু, সদ্ধর্মদেশনায় ভদন্ত ড. প্রিয়দর্শী মহাথের, ভদন্ত ধর্মানান্দ মহাথের, ভদন্ত সুখানন্দ থের, ভদন্ত রাহুলানন্দ থের, ভদন্ত সত্যানন্দ থের, ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু, ভদন্ত আনন্দজ্যোতি ভিক্ষু।

উক্ত সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী দীলু চৌধুরী বড়ুয়া, ১৪নং বাগোয়ান পরিষদের চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, ডা. পরিতোষ বড়ুয়া, অলক বড়ুয়া বিটু, প্রকৌশলী দীপক বড়ুয়া, শিবলু বড়ুয়া, বিহার কমিটির সভাপতি ইউপি সদস্য শ্যামল বড়ুয়া সিন্টু, সাধারণ সম্পাদক দিবাকর চৌধুরী, চীবর পরিক্রমা করেন টুটুল বড়ুয়া, টিপু বড়–য়া, বিপ্লব বিজয়, সীমান্ত বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনায় সুমন বড়ুয়া, উদ্বোধনী সংগীত কথা ও সুর- প্রবাকর চৌধুরী, পরিবেশনায় ইমন বড়ুয়া, ঐত্রিলা চৌধুরী, সীমন্তি বড়ুয়া ও সৃষ্টি বড়ুয়া।অনুষ্ঠান সঞ্চালনায় বিহার কমিটির অর্থ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় বড়ুয়া। 

Exit mobile version