প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৩, ৮:২১ অপরাহ্ণ
তারাকান্দায় বাল্য বিয়ের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি, জুয়েল মিয়া নাদিম: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাল্য বিয়ের দায়ে নিকাহ রেজিষ্টার (কাজী) মো: আতাউর রহমান ও কনের পিতাকে ভ্রাম্যমান আদালত ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এক্সকিউটিভ ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত ১৮ নভেম্বর শনিবার দুপুরে কনের বাড়িতে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন।
জানা গেছে, উপজেলার রামপুর ইউনিয়নের সিংহেরকান্দা গ্রামের মো মফিদুল ইসলামের নাবালিকা কন্যা(১৬) বিয়ের আয়োজন করে। রাতে খবর পেয়ে পুলিশ রামপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ( কাজী) মোঃ আব্দুল বাতেনের সহকারী নাগডোরা গ্রামের আতাউর রহমান, বর ময়মনসিংহ সদর উপজেলার ভাটিপাড়া ঘাগড়া গ্রামের হাছান মাহমুদ এ কনের পিতা মফিদুল ইসলাম কে আটক করে।
পরে গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালত বাল্যবিয়ের দায়ে কনের পিতা মফিদুল ইসলামেক ১০হাজার ও নিকাহ রেজিস্ট্রার (কাজী)মোঃ আব্দুল আতাউর রহমান ২০ হাজার টাকা জরিমানা করেন এবং নগদ আদায় করেন।
এ সময় ভ্রাম্যমান আদালত উপস্থিত ছিলেন, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল হক বুলে, এস,আই মোঃ আব্দুল মালেক, গালাগাও ইউপি সচিব মোঃ সায়েদুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা রফিকুল ইসলাম রং মিয়া প্রমুখ।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.