Site icon Daily Dhaka Press

জাবি’র এনসিআই এর নতুন কমিটির নেতৃত্বে মাহী-জাবেদ

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) পরিবেশ বিজ্ঞান বিষয়ক সংগঠন এনসিআই (NCI- Nature Conservation Initiative) ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী মাহীয়া সোলায়মান মাহীকে সভাপতি এবং একই বিভাগের ৪৮ তম ব্যাচের এস এম জাবেদ মাহমুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র কমনরুমে এ কমিটি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোঃ জামাল উদ্দীন এবং প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ মনোয়ার হোসেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাজিদা তাসনিয়া নিতি, সানজিদা আক্তার মীম, মোঃ আবুল হায়াত, মেরিনা জাহান, তমাল কান্তী রায় এবং রেজোওয়ানা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রসেনজিৎ কুমার,থাকুয়ানা জাফরীন উষ্ণ, সুমাইয়া আক্তার খুশি, সোহান মাহমুদ তালুকদার, সামিউল সাকিব, ইবনুল সাদ সকাল ও শাহরিয়ার রাব্বি তন্ময়, সাংগঠনিক সম্পাদক ফাতিন ইদরাক, ইশহাক আলম অর্পিতা কুন্ডু তুলি, শরিফুল ইসলাম সোহান, দেবাঙ্গী দত্ত মুন্নী, শহীদ আনান সজীব, রূপক দাস, সাদিয়া আফরিন, সানজিদা বিনতে শিহাব, আফসারি তাসনিন, ফয়সাল মাহমুদ ফাহিম, দপ্তর সম্পাদক ওমর হায়দার তারিফ, কোষাধ্যক্ষ পূর্ণিমা কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহসিন নাওয়ার, যোগাযোগ সম্পাদক কেএইচ রাকিব হোসাইন, ক্রীড়া সম্পাদক শাহরিয়ার নাসিব শুভ, আইটি সম্পাদক পার্থ ঘোষ এবং সাংস্কৃতিক সম্পাদক সানজিদা পারভীন।

এছাড়াও কমিটিতে সহযোগী হিসেবে আছেন মোঃ জান্নাত আলি, রাজন শাহরিয়ার, আফ্রিদি হাসান, মাইশা তাসনিম, হুমায়রা আক্তার, তাসফিয়া নকীব সিফওয়া, আব্দুস সাইফ, তাহরিমা মেহের মিশু, আলী হোসেন কাজল, সাজেদা সুলতানা সন্ধি, তাহমিদা আহমেদ রোজ, মোঃ সাকিব হাসান, সাদিয়া আক্তার, পৌষী বিশ্বাস, মুসরাত খানম মোহনা ও মৌমিতা সরকার বিন্দু।

সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ মনোয়ার হোসেন এবং শিক্ষক উপদেষ্টা অধ্যাপক মোঃ জামাল উদ্দিন নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বরণ করে নেন।

উল্লেখ্য, এনসিআই একটি বিজ্ঞান ভিত্তিক সংগঠন। এটি পরিবেশ সংরক্ষণ ও সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করে। বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতা, কর্মশালা, সভা ও সেমিনার আয়োজনের মাধ্যমে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি।

Exit mobile version