স্টাফ রিপোর্টার : রাজধানীর ফুলবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশায় ককটেল বিস্ফোরণ ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় কাজী আলাউদ্দিন রোডে ওয়ানস্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, হরতাল শুরুর পরই আজ সকাল সাড়ে ৮ টায় রাজধানীর ফুলবাড়িয়ায় কাজী আলাউদ্দিন রোডে ওয়ানস্টার হোটেলের সামনে একটি সিএনজিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আগুন লাগায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস।
সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের সদস্যারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে বলেও জানান তালহা বিন জসিম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আজ রোববার ভোর ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার ভোর ৬টায় শেষ হবে এ দফার হরতাল কর্মসূচি।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.