Site icon Daily Dhaka Press

*২৪০ রানে থামল ইন্ডিয়ার ইনিংস, অস্ট্রেলিয়ার টার্গেট ২৪১ রান*

খেলা ডেস্ক : টসে হেরে ব্যাটিংয়ে নামে টিম ইন্ডিয়া। শুরুতে সুবমান গ্রিল ও শ্রেয়াস আয়ারের উইকেট পড়লে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া।

ওপেনিংয়ে রোহিতের ৪৭, বিরাট কোহলির ৫৪ ও মিডল্ডারে রাহুলের ৬৬ রান ছাড়া আর কেউই এদিন রান করতে পারেনি।
এদিন অস্ট্রেলিয়ার পেসারদের তোপের মুখে পড়ে টিম ইন্ডিয়া।

অসহায়ের মত উইকেট দেয়া ছাড়া আর যেন কিছু করতে পারছিল না টিম ইন্ডিয়া।

যার ফলে অস্ট্রেলিয়া টিম ইন্ডিয়ার সবকটি উইকেট ফালিয়ে ২৪০ রানের মধ্যে আটকে রাখতে সক্ষম হয়।

Exit mobile version