Daily Dhaka Press

*আহমেদাবাদ স্টেডিয়ামের লক্ষাধিক দর্শকদের কাঁদিয়ে শিরোপা ছিনিয়ে নিলো অস্ট্রেলিয়া*

এস.এ সৌরভ: লক্ষাধিক দর্শকদের সামনে রেখে হ্যাক্সামিশন আদায় করে নিলো অস্ট্রেলিয়া।

টুর্নামেন্টের শুরু থেকে অপরাজিত থাকা ভারতকে ফাইনাল ম্যাচে হেসে খেলে বিশ্বকাপ ট্রফি নিজ ঘরে নিয়ে আসলো টিম অস্ট্রেলিয়া।
শুরুতে ৪৭ রানে ৩ উইকেট পড়ার পর চাপে থাকা অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান হেডের সেঞ্চুরি ও ল্যাবুসচেনের হাফ সেঞ্চুরির উপর ভর করে সহজেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

এদিন বুমরা ,শামি,সিরাজের মতো পেস বোলাররা এই দুই ব্যাটসম্যানের সামনে তারা দাঁড়াতেই পারেনি।

টচে হেরে ব্যাটিংয়ে আসে টিম ইন্ডিয়া। তবে ব্যাটিংয়ে নেমে কোহলি ও রাহুলের অর্ধশতক ছাড়া আর কোন ব্যাটসম্যানই ভালো স্কোর দাঁড়া করাতে পারেনি। সবকটি উইকেট হারিয়ে মাত্র ২৪১ রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। আর এই ছোট রান তাড়া করতে ৪ উইকেট হারিয়ে মাত্র ৪৩ ওভারেই ম্যাচ জিতে নেয় টিম অস্ট্রেলিয়া। আর এই ফাইনাল ম্যাচ জেতার মাধ্যমে ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন তকমা নিজেদের করে নিলো টিম অস্ট্রেলিয়া।
ইন্ডিয়া স্কোর : ২৪০/১০ (৫০ ওভার) কোহলি ৫৪, রাহুল ৬৬ ,রোহিত ৪৭। বোলিং : স্টার্ক ৩/৫৫,হ্যাজেলউড ২/৬০ ,কামিন্স ২/৩৪.

অস্ট্রেলিয়া স্কোর : ২৪১/৪ (৪৩ ওভার) হেড ১৩৭,ল্যাবুসচেন ৫৮*
বোলিং : বুমরা ২/৪৩, সিরাজ ১/৪৫, শামি ১/৪৭.
অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী
ম্যান অফ দ্যা ম্যাচ : হেড (অস্ট্রেলিয়া) প্লেয়ার অফ দা টুর্নামেন্ট: ভিরাট কোহলি (ভারত)।

ম্যান অফ দ্যা ম্যাচ : ট্রাভিস হেড-১৩৭ (অস্ট্রেলিয়া)

Exit mobile version