স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর মিরপুর ১০ নাম্বার গোলচত্তরে বিআরটিসির একটি দ্বিতল যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ নভেম্বর) বেলা :২:৩০ মিনিটে বাসটিতে আগুন লাগার ঘটনা ঘটে।
খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগুনের খবরে ঘটনাস্থলে ছুটে আসেন ডিএমপির মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মো: জসিম উদ্দিন।
রিপোর্ট লেখা পর্যন্ত আগুনে পুড়ে যাওয়া বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।