ধামরাই( ঢাকা) প্রতিনিধি: ঢাকা-২০ আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিক নৌকা মার্কার মনোনয়ন ফরম উত্তোলন করেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন। মনোনয়ন ফরম উত্তোলনের সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকালীন রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী’র নিকট থেকে সরকারিভাবে মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ সময় সাধারন জনগন ও নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে উৎসব মুখর পরিবেশে উক্ত সংসদ সদস্য পদের জন্য মনোনয়ন ফরম উত্তোলনের কার্যক্রম সম্পন্ন করেন।
মনোনয়ন ফরম উত্তোলনের পর নেতাকর্মী ও সাধারণ মানুষের সম্মুখে আওয়ামী লীগ সরকার ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরে মোহাদ্দেছ হোসেন বলেন, আমাকে যদি দলীয় মনোনয়ন নৌকা প্রতীক দেওয়া হয় তাহলে বিপুল ভোটে নির্বাচিত হবো।এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সব সময় দলের হয়ে কাজ করেছি, করবো।বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। আজ মনোনয়ন ফরম উত্তোলনে শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্ত হয়ে আমার সাথে মনোনয়ন ফরম উত্তোলনে শরীক হয়েছে।
মনোনয়ন ফরম উত্তোলনের সময় পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান বলেন , মোহাদ্দেছ হোসেনকে যদি দলীয় মনোনয়ন দেওয়া হয় তাহলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন। আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগণ মোহাদ্দেছ হোসেনের সাথে আছেন।
এ সময় উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, জেলা পরিষদ সদস্য সানোয়ার হক সুজন, ভাড়ারিয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি মানসুর রহমান, নান্নার ইউনিয়নের যুবলীগের সভাপতি আবুল হাসেম, সোমভাগ ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন, সূতিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউসুফ হোসেন, ধামরাই সরকারি কলেজের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সাল খান মিঠু, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, যুবলীগ নেতা বাবু, ঢাকা উত্তর ছাত্রলীগের বৃত্তি বিষয়ক সম্পাদক তুষার আহমেদ শান্তসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।