Site icon Daily Dhaka Press

‘টালবাহানার’ পর অনলাইনেই হচ্ছে জাবির প্রথম বর্ষের ক্লাস

জাবি প্রতিনিধি : আবাসন নিশ্চিতের কথা বলে পরীক্ষা শুরুর পাঁচ মাস পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান প্রথম বর্ষের ক্লাস শুরু করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এবার আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইনেই শুরু হতে যাচ্ছে প্রথম বর্ষের (২০২২-২৩ শিক্ষাবর্ষের) ক্লাস। বিষয়টিকে টালবাহানা বলছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

২১ নভেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া একজন ডিন নাম না প্রকাশের শর্তে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইনেই প্রথম বর্ষের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ সশীরে ক্লাস শুরু হবে এরকম সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম ক্লাস শুরুর বিষয়ে গণমাধ্যমে বলেন, “আবাসন নিশ্চিত না করে ক্লাস সশীরে শুরু করবে না বিশ্ববিদ্যালয়।”
অনলাইনে ক্লাস শুরু না করার কারণ হিসেবেও তিনি বলেন, “নভেম্বরের মধ্যে নবনির্মিত হলগুলোর জন্য জনবল নিয়োগ দিয়ে হল খুলে দেওয়া হবে। এরপরেই আবাসন নিশ্চিত করে তাদের ক্লাস শুরু হবে।”

অনলাইনে ক্লাস শুরু করলে এর আগেও কেন শুরু করা হয় নি – এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় নি।

এর আগে, এবছরের ৭ জুন থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সমসাময়িক সময়ে ভর্তি পরীক্ষা নেওয়া অন্যান্য প্রতিষ্ঠান অনেক আগেই ক্লাস শুরু করেছেন বলে জানা গেছে।

Exit mobile version