Site icon Daily Dhaka Press

ধামরাই উপজেলা প্রশাসনের অভিযানে অর্ধ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

ধামরাই ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের অভিযানে সরকারি খাস জমিতে নির্মিত প্রায় অর্ধ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট হোসাইন মোহাম্মদ হাই জকী। ওই জমিগুলো ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজের আওতা ভুক্ত ছিল।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল থেকে বিকেল ২ টা পর্যন্ত উপজেলার সানোড়া ইউনিয়নের কালামপুর বাজারে এই অভিযান চলে। অভিযানে কয়েক কোটি টাকার অবৈধ জায়গা উদ্ধার করেন উপজেলা প্রশাসন।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ভালুম আতাউর রহমান খাস স্কুল অ্যান্ড কলেজের আওতা ভুক্ত জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালীরা দোকান পাট নির্মান করে ভোগ দখল করে আসছিল। ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ওই সম্পত্তি নিজেদের বলে দাবি করেন। কলেজ থেকে পূর্বে প্রতিটি দোকান মালিককে কলেজ কর্তৃপক্ষ নোটিশ প্রদান করলেও দোকান মালিকগন কোন প্রকার কর্ণপাত করেন নি। সরকারি খাস জমি দখল করে রাখার পরও দখলদাররা কোন প্রকার তোয়াক্কা করেন নি।

দোকান মালিক গিয়াস উদ্দিন ও আতিকুর রহমান বলেন, আমাদের আগে কোন নোটিশ দেন নি। না দিয়েই অভিযান চালিয়ে দোকান ভেঙে দেওয়া হয়। কিন্তু কলেজ কর্তৃপক্ষ নোটিশ প্রদান করেছেন সে কথা অস্বীকার করেন দোকান মালিক পক্ষ।

ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, কিছু লোক প্রতিষ্ঠানের জায়গা দখল করে দোকান পাট নির্মাণ করে ভোগ দখলে ছিল। একাধিক বার প্রতিষ্ঠান থেকে দখলদারদের নোটিশ করা হয়েছে। কিন্তু তারা কোন প্রকার কর্ণপাত করেন নি। আজ প্রশাসন অভিয়ান চালিয়ে দোকান উচ্ছেদ করে প্রতিষ্ঠানের জায়গা দখল মুক্ত করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, যেখানে সরকারি সম্পত্তি বেদখল আসে সেখানে অভিযান চালানো হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় পুলিশ মোতায়েন ছিল।

Exit mobile version