Site icon Daily Dhaka Press

বিকাশ প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বিকাশে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী একটি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

গ্রেফতারকৃতরা হলেন- আসামী মো. মনির মুন্সি (২৫), মো. ফয়সাল খালাসী (৩২) মো. মাহবুবুর রহমান (৩৩) ও মীর নিজাম (৩৬)। অভিযানে তাদের কাছ থেকে ১০ টি মোবাইলফোন সেট, ১৮ টি সিমকার্ড ও নগদ ৬১ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।

সোমবার (২০ নভেম্বর) পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার ভাঙ্গা থানা, মাদারীপুর জেলার শিবচর থানা ও ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার (অপারেশনস্) মোহাম্মদ ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতার আসামীরা পরস্পর যোগসাজসে গত ৩০ আগস্ট দুপুরে ফোন করে নিজেদেরকে ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে কৌশলে জনৈক মাহমুদুর রহমান (৪৭) এর ক্রেডিট কার্ড এর তথ্য নিয়ে কার্ড থেকে তাৎক্ষনিক ৫০ হাজার টাকা নিয়ে নেয়।

পরে মাহমুদুর রহমান উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন৷ এই অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার আসামী মাহবুব এই ধরণের প্রতারণামূলক কাজের সাথে দীর্ঘদিন ধরেই জড়িত। সে বিভিন্ন নাম্বার টার্গেট করে টার্গেটকৃত ব্যক্তিদের সাথে কথা বলে তাদের সকল তথ্য সংগ্রহ করে থাকে।

অপর আাসামী মনির মুন্সি বিভিন্ন স্থানে ঘুরে ভুক্তভোগীদের কাছ থেকে প্রতারণা করে গৃহীত টাকা উত্তোলন করে মাহবুবের কাছে জমা দেয়। আসামী ফয়সাল তার নিজ বাড়িতে বসে তাদেরকে কাজের সুযোগ করে দেয় এবং ফয়সালের কাছে মাহবুব ব্যবহৃত ফোন ও সীম রাখে।

আসামী নিজাম মাহবুবকে ভুঁয়া নিবন্ধিত সিম সংগ্রহ করে দেয় এবং প্রতারণার মাধ্যমে অর্জিত টাকা বিভিন্ন বিকাশ এজেন্ট থেকে উত্তোলন করে মাহবুবের কাছে দেয়।

গ্রেফতার আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version