স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আজ মঙ্গলবার চট্টগ্রাম দক্ষিণ জেলার এক জরুরী সভা অস্থায়ী কার্যালয়ে দক্ষিণ জেলা জাসদের সহ-সভাপতি অধ্যাপক মোঃ আওরঙ্গজেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব জসিম উদ্দিন বকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ জাসদ নেতা জাসদ দক্ষিণ জেলার সদস্য জনাব মোঃ কামাল মোস্তফা চৌধুরী।
সভা সঞ্চালনা করেন জাসদ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোঃ হোসাইন। সভায় সর্বসম্মতিক্রমে জনাব মোঃ মোস্তফা কামাল চৌধুরীকে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য যে জনাব মো: মোস্তফা কামাল চৌধুরী জাসদ থেকে মনোনয়ন প্রত্যাশী।