চট্টগ্রাম ব্যুরো : আজ ২১ নভেম্বর সকাল ১২ টায় চট্টগ্রাম সার্কিট হাউজ এর সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগের চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে।
২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করতে চলমান উন্নয়ন প্রকল্পগুলো সফলভাবে শেষ করার উপর তিনি গুরুত্বারোপ করেন। প্রতিটি প্রকল্পের কাজ মানসম্মত ও যথাসময়ে বাস্তবায়ন করতে হবে।
এসময় তিনি স্ব স্ব জেলার উন্নয়ন কর্মকান্ড নিয়ে ভিডিও চিত্র তৈরী করতে জেলা প্রশাসকদের প্রতি অনুরোধ জানান।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এর সভাপতিত্বে চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসকগণ এবং বিভাগের বিভিন্ন সরকারি বিভাগীয় প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন।