নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
জাতীয় প্রেসক্লাবে আজ নতুন জোট যুক্তফ্রন্টের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে আজ বুধবার। নতুন এই জোটের নাম যুক্তফ্রন্ট। আত্মপ্রকাশের দিনে দলীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করেছে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বাধীন ‘যুক্তফ্রন্ট’। সৈয়দ ইবরাহিম কল্যাণ পার্টির চেয়ারম্যান। আর নবগঠিত যুক্তফ্রন্টের সভাপতি হয়েছেন তিনি।
আজ জাতীয় প্রেসক্লাবে এ জোটের আত্ম প্রকাশ হয়। অনুষ্ঠানে সৈয়দ ইবরাহিম বলেন, যুক্তফ্রন্ট আগামী নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি আছে। তিনি বলেন, নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার তারিখ ৩০ নভেম্বর থেকে পেছানো হতে পারে। নির্বাচনের ভোট গ্রহণসহ অন্যান্য তারিখও পেছানো হতে পারে বলে জানান সৈয়দ ইবরাহিম।
কল্যাণ পার্টির সঙ্গে নতুন গঠিত যুক্তফ্রন্টে আছে জাতীয় পার্টি (মতিন), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.