নিজস্ব প্রতিনিধি: আগামী ২৯ ডিসেম্বর শুক্রবার বিক্রমপুর দিবস পালিত হবে। “প্রজন্ম বিক্রমপুর” গত বছরের ন্যায় এবারও বিক্রমপুর দিবস পালন করবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে । এই সব দেশের মধ্যে রয়েছে ভারত, ইউ কে, ইউ এস এ, অস্ট্রেলিয়া , ফ্রান্স, কানাডা , ইটালি সহ পৃথিবীর বিভিন্ন দেশ।
গতকাল ২১ নভেম্বর মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার একটি রেস্টুরেন্টে “প্রজম্ম বিক্রমপুর” এর এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রজন্ম বিক্রমপুর এর সভাপতি এডভোকেট অজয় চক্রবর্তীর সভাপতিত্বে এবং “বিক্রমপুর প্রজন্ম” এর সাধারণ সম্পাদক, সময় টেলিভিশনের বিশিষ্ট সাংবাদিক মীর নাসির উদ্দিন উজ্জ্বলের পরিচালনায় এই সভায় বক্তব্য রাখেন বিক্রমপুর দিবসের উদযাপন কমিটির আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর প্রথম জিএস এবং ডাটাসফট গ্রুপের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা জনাব মাহবুব জামান ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রজম্ম বিক্রমপুরের কো-অডিনেটর বলরাম বাহাদুর, ইঞ্জিনিয়ায় কামরুজ্জামান, সাংবাদিক প্রসেনজিত চৌধুরী সহ অন্যান্য ব্যক্তি বর্গ।