রাজিব রায়হান, জাবি প্রতিনিধি:
"কবিতা হোক মজলুমের পক্ষে ; কবিতায় বিপ্লব,কবিতায় মুক্তি"- এই স্লোগানে ফিলিস্তিনে ইসরাইলের নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাহিত্য সংগঠন ‘চিরকুট’ কর্তৃক কবিতা সমাবেশ আগামীকাল শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
প্রোগ্রামের আহ্বায়ক আহসান লাবিব বলেন, "জায়নবাদী ইসরাইলী আগ্রাসনের বিরদ্ধে প্রতিবাদ ও ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতে আমরা এরকম কবিতা সমাবেশের উদ্যোগ নিয়েছি।"
এ বিষয়ে চিরকুটের সভাপতি মেহেদী মামুন বলেন, "ফিলিস্তিনে গণহত্যার বিষয়টি বিশেষ কোনো ধর্মের বা বর্ণের বিষয় নয় বরং একটি দখলদার রাষ্ট্রের সাথে কতিপয় দখলদার রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় নিরীহ ও নিরস্ত্র নাগরিক, নারী ও শিশুদের বিরুদ্ধে দীর্ঘদিনের যুদ্ধ। আমরা যেমন কোনো অন্যায় আগ্রাসনকে সমর্থন করি না তেমনি সমর্থন করি না কোনো ধরণের হত্যা-গণহত্যাও।
আগামীকালের কর্মসূচি ইসরাইলী আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে কবি ও সাহিত্যমোদী জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে এ প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানাই।"
আয়োজিত এ কবিতা সমাবেশে যোগ দিয়ে বাংলা ভাষাভাষী কবি-সাহিত্যিকবৃন্দ কবিতায় কবিতায় প্রতিবাদ করবেন ফিলিস্তিনে ঘটা শিশুহত্যা ও গণহত্যার ।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.