Site icon Daily Dhaka Press

বর্ণিল আয়োজনে জাবিতে অনুষ্ঠিত প্রজাপতি মেলা অনুষ্ঠিত

রাজিব রায়হান, জাবি প্রতিনিধি : ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ প্রতিপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হলো ১৩তম প্রজাপতি মেলা।

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে ‘প্রজাপতি মেলা-২০২৩’ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নূরুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মো. নূরুল আলম বলেন, “প্রজাপতি সংরক্ষণে এবং সচেতনতাই এমন উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আমরা দুইটি মাষ্টার প্লান করছি। শিক্ষা কার্যক্রম প্রবৃদ্ধির জন্য একাডেমিক মাস্টারপ্লান ও প্রাণ-প্রকৃতি রক্ষার নিমিত্তে বায়োডাইভার্সিটি মাস্টারপ্লান।”
এসময় তিনি আরো বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের বিশেষ আকর্ষণ প্রজাপতি মেলা এবং পাখি মেলা যেটা উপভোগ করতে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবাই আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে থাকেন। আমরা ‘পাখি মেলা-২০২৩’ জানুয়ারি মাসের করার পরিকল্পনা করছি। দর্শনার্থী, বিভিন্ন প্রতিযোগিতার অংশগ্রহনকারী, প্রজাপতি বিশেষজ্ঞসহ সকলকে ধন্যবাদ জানিয়ে সবাইকে তিনি প্রাণ-প্রকৃতি সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।”

মেলার আহ্বায়ক অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, “প্রজাপতি হলো একটি ছোট্ট নান্দনিক প্রাণী যা মানুষকে আনন্দ দেয়। দিনে দিনে এই প্রাণীটি প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে। পূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১১০ প্রজাতির প্রজাপতি পাওয়া যেত। এখন সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৭ প্রজাতিতে। গাছপালা বাঁচিয়ে রাখতে হলে প্রজাপতি রক্ষা করতে হবে। কেননা প্রজাপতির পরাগায়নেই উদ্ভিদ ও গাছের সৃষ্টি। তাই মানুষের মাঝে প্রজাপতির গুরুত্ব বুঝানো এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই মেলার আয়োজন।”

এবার বন্যপ্রাণী ও প্রজাপতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৩’ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. জহির রায়হানকে ‘বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট-২০২৩’ এওয়ার্ড প্রদান করা হয়। এবছরই প্রথম প্রিন্ট, অনলাইন ও ব্রডকাস্ট এই তিন ক্যাটাগরিতে তিন জনকে মিডিয়া এওয়ার্ড প্রদান করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন কিউট প্যাভিলিয়নের ইনচার্জ, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খান প্রমুখ।

উল্লেখ্য, প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১০ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা আয়োজিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ‘কীটতত্ত্ব’ এই মেলার আয়োজন করে।

Exit mobile version