নিজস্ব সংবাদদাতা :
বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বাধীন ” সম্মিলিত মহাজোট” ৩০০ আসনে প্রার্থী দিয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের আহ্বায়ক এডভোকেট কাজী রেজাউল হোসেন রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আজ এই ঘোষণা দেন ।
তিনি বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে আগামীতে একত্রে অংশ নেয়া ছাড়াও এই মহাজোট দেশ ও জনগণের স্বার্থে এবং জাতীয় সংকট নিরসনে যৌথভাবে কর্মসূচি দেবে। স্বাধীন জোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক মির্জা আজমের সঞ্চালনায় মহাজোটের প্রার্থিতা ঘোষণাকালে জাতীয় ইসলামী জোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের সদস্য সচিব আবু নাছের ওয়াহেদ ফারুক, সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক আবু আহাদ আল মামুন (দিপু মীর), পলিটিক্যাল পার্লামেন্টের চেয়ারম্যান ও সম্মিলিত মহা জোটের যুগ্ম আহ্বায়ক প্রিন্সিপাল এম আর করিম, গণতান্ত্রিক জোট বাংলাদেশ এর চেয়ারম্যান ও সম্মিলিত মহা জোটের যুগ্ম আহ্বায়ক এস এম আশিক বিল্লাহ, ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স চেয়ারম্যান ও সম্মিলিত মহাজোটের যুগ্ম আহ্বায়ক ফয়েজ হোসেন, বাংলাদেশ জাতীয় ইসলামী জোটের চেয়ারম্যান ও সম্মিলিত মহা জোটের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ডাঃ গোলাম মোরশেদ হাওলাদার এবং বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ও জাতীয় জোটের মুখপাত্র এডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম উক্ত সংবাদ সম্মেলন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন।