Site icon Daily Dhaka Press

নতুন কারিকুলাম বাতিল ও পরীক্ষা পদ্ধতি চালুর দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা: নতুন কারিকুলাম বাতিল ও পরীক্ষা পদ্ধতি চালুর দাবিতে আজ সকালে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত শিক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক রাখাল রাহা এর নেতৃত্বে অভিভাবকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অভিভাবকেরা বলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সমাজ, পরিবেশ পরিস্থিতির সাথে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ একটা কারিকুলাম সরকার এ বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বাস্তবায়ন শুরু করেছে এর ফলে এদেশের পতিত শিক্ষা ব্যবস্থা আরো পতনের সম্মুখীন হয়েছে।

আমাদের সন্তানের শিক্ষা ও জীবন আজ ভয়ংকর ঝুঁকির মুখে। এই বিপন্নতায় আমরা সারাদেশের অভিভাবকরা খুবই উদ্বিগ্ন। এছাড়াও মানববন্ধনের শেষে একজন অভিভাবক করজোড়ে শিক্ষা মন্ত্রী নয় প্রধানমন্ত্রীর প্রতি আর্তনাদ করতে গিয়ে এক পর্যায়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।

Exit mobile version