Site icon Daily Dhaka Press

চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে  সিএনজি থেকে টোকেন বাণিজ্য

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক চার লাইন সড়কের মধ্যে রাউজানের অংশে জলিল নগর বাস ষ্টেশন এলাকা থেকে মুন্সির ঘাটা পর্যন্ত দু’পাশ অবৈধ গাড়ি পার্কিংয়ের দখলে।

এ মহাসড়কের দুই পাশে সিএনজিসহ বিভিন্ন বাস দাঁড়িয়ে থাকা নিত্যদিনের চিত্র। এতে করে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার জন্য দায়ী সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং। সরেজমিনে দেখা যায়, অবৈধ পাকিং করা হাইচ, জীপ, সিএনজি অটো রিক্সা, বাস সড়কের উপর এলাপাথারি ভাবে দখল নিয়েছে।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের চার লাইনের মধ্যে দু” লাইন সড়ক অবৈধ পার্কিং করা সিএনজি, বাস, ট্রাক, মাইক্রোবাস ড্রাইভার ও সংঘবদ্ধ একটি সিন্ডিকেট চক্রদল দখল করে সেখানে-বাণিজ্য সৃষ্টি করছে। তারা মহাসড়কের উপরে স্থায়ী স্টেশন বানিয়েছেন।

স্থানীয় কিছু চাঁদাবাজ যারা সমিতির নামে বাস, সিএনজিসহ বিভিন্ন যানবাহন থেকে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।

দাবিকৃত চাঁদা না পেলে গাড়ি দাঁড়াতে দেয়া হয় না।হাইওয়ে পুলিশ এসব পার্কিং করা গাড়ি থেকে মাসোহারা নেন বলেও জানান স্থানীয়রা।

গত ২০ নভেম্বর রাঙামাটি মহাসড়ক রাউজান জলিল নগর বাস ষ্টেশন সড়ক ও জনপদ বিভাগের অফিসের সামনে সিএনজি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিংগলা কাজীর টিলা এলাকার সোলাইমানের ছেলে জাহেদ মর্মান্তিকভাবে আহত হন।

সে বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে তাঁর পরিবার জানান।

এ ব্যাপারে রাউজান হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, জলিল নগর বাস ষ্টেশনে সড়কের বাসসহ কোন যানবাহন পার্কিং করতে পারবে না। বাস রাখার জন্য মোটর মালিক সমিতির নিজস্ব স্টান্ড রয়েছে। তারপরও সড়কের পার্কিং করে রাখা হলে তা ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version