বিনোদন রিপোর্ট: “২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪” এ অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “মনোবাণ”
রাবী আহমেদ এর গল্প, চিত্রনাট্য এবং পরিচালনায় চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন যোজন মাহমুদ। এছাড়াও অভিনয় করেছেন অয়ন শাহ্।
প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একজন ফটোগ্রাফারকে ঘিরে, ২০০০ সালের প্রেক্ষাপটে চলচ্চিত্রের গল্প এগিয়ে যায়। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে যৌথভাবে ধ্রুব সেন, মৃত্তিকা রাশেদ এবং রাবী আহমেদ।
আগামী বছর ২০-২৮ জানুয়ারি, ৩টি ভিন্ন ভেন্যুতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। ৯ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ৭৫টি দেশের প্রায় ২৫০টি চলচ্চিত্র। এ চলচ্চিত্র উৎসব এর মাধ্যমেই “মনোবাণ” প্রথমবারের মতো বাংলাদেশি দর্শকদের সামনে প্রদর্শিত হবে। শীঘ্রই চলচ্চিত্র উৎসব এ প্রদর্শনীর বিস্তারিত সময়সূচি জানানো হবে।
উল্লেখ্য, এ বছর অনুষ্ঠিত “BUP Film Festival 2023” এর Screenplay Competition সেক্টরে মনোবাণ (The Photograph) সেরা চিত্রনাট্য হিসেবে পুরস্কার অর্জন করে।