ধামরাই( ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আড়াই বছরের মেয়ে আজুয়া আক্তার। বর্তমানে তিনি ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আজুয়ার মা রিয়া আক্তার।
বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার উপ- পুলিশ পরিদর্শক আব্দুস সোবহান।
আজুয়া সুজন ও রিয়া দম্পতির কন্যা। সুজন ও রিয়া আক্তার দম্পতি ধামরাই পৌর সভার ৮ নং ওয়ার্ডের খালেক হাজীর বাড়ির ভাড়াটিয়া।
পরিবার সূত্রে জানা যায়, আজুয়া নামে শিশুটি কয়েকদিন ধরে জ্বরে ভুগতেছিল। পরে আজুয়াকে নিয়ে তার মা সাদিয়া খোরশেদ আলমের ধামরাই ডায়াবেটিস সমিতি নামে ফার্মেসিতে আসলে তিনি ভল্টারিন নামে ২৫ পাওয়ারের ঔষধ দেন। যা একমাত্র বয়স্কদের জন্য। ওই ঔষধ দিনে তিনবার খাওয়ানোর জন্য বলেন খোরশেদ আলম । যা ওই শিশুটির জন্য অতিরিক্ত ছিল। ভল্টারিন নামের ঔষধ খাওয়ানোর পর শিশুটি ভমি করতে থাকে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। বিষয়টি নিয়ে খোরশেদ আলমের কাছে আসলে আজুয়ার মা সাদিয়ার সাথে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে খোরশেদ আলম আজুয়ার মা রিয়াকে গালমন্দ করেন এবং আপনি যা পারেন করেন বলে তাড়িয়ে দেন।
স্থানীয়দের সহায়তায় শিশু আজুয়াকে প্রথমে ইসলামপুর সরকারি হাসপাতালে নিলে সেখানকার দায়িত্ব রত চিকিৎসক বলেন, ঔষধের মাত্রা বেশি ছিল। ডোজ উচ্চ মাত্রার। তাকে এই ঔষধ খাওয়ানো ঠিক হয় নি। ঐ ঔষধ বয়স্কদের জন্য। আজুয়ার অবস্থা খারাপ হতে থাকলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যায় আজুয়ার পরিবার। শিশু আজুয়াকে ৫ দিন চিকিৎসা শেষে ছেড়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। এখনো শিশু আজুয়া ঠিকমতো মাথা নাড়াচাড়া করতে পারেন না।
সরেজমিনে জানা যায়, খোরশেদ আলম নিজেকে একজন ডাক্তার বলে দাবি করেন। কিন্তু এ বিষয়ে তার কোন প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট নেই। এর আগেও তিনি একাধিক ভুল চিকিৎসা করেছেন এবং তার জন্য গুনতে হয়েছে জরিমানার লক্ষ লক্ষ টাকা।
খোরশেদ আলমের ভুল চিকিৎসার কারণে রহিম ড্রাইভারের মা রমেলা বেগমের ডান হাত প্যারালাইস হয়ে যায়। দির্ঘদিন প্যারালাইসিড রোগে ভোগে তিনি মারা যান বলে জানা যায়।
এ বিষয়ে রমেলা বেগমের ছেলে রহিম বলেন, খোরশেদ আলমের ভুল চিকিৎসায় তিনি ভুগতে থাকেন। দির্ঘদিন রোগে ভোগে তিনি মারা যান।
স্থানীয় বাসিন্দা ফরহাদ হোসেনের স্ত্রীকেও ভুল চিকিৎসা দেন। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে দির্ঘদিন চিকিৎসা করানোর পর তিনি সুস্থ হয়েছেন। ফরহাদ হোসেনের স্ত্রীকে ভুল চিকিৎসা দেওয়ার কারণে খোরশেদ আলমকে ৩ লক্ষ টাকা জরিমানা গুনতে হয়েছিল।
ফরহাদ হোসেন বলেন, আমি খোরশেদ আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গেলে স্থানীয়রা বসে সমাধান করে দেন। কিন্তু সে-তো এরপরও থেমে নেই। এরপরও একাধিক ব্যক্তিকে ভুল চিকিৎসা দিয়েছেন।
জয়পুরা এলাকার মোশাররফ হোসেন ডায়াবেটিস পরিক্ষা করার জন্য আসেন খোরশেদ আলমের সেন্টারে। তাকে ভুল রিপোর্ট দেন। তিনি আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলে তার কাছে মাফ চেয়ে বিষয়টি সুরাহা করেন।
আরো জানা যায়, ধামরাই ডায়াবেটিস সমিতি নামে ফার্মেসির মালিক খোরশেদ আলম ডায়াবেটিস সেন্টার চালিয়ে আসছেন দির্ঘদিন ধরে। অথচ তার ঔই সেন্টারের কোন বৈধ কাগজপত্র না থাকায় তাকে কিছুদিন আগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে খোরশেদ আলমকে ১৫ দিনের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করেছিলেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট আমিনুল ইসলাম বুলবুল । জেল থেকে বেরিয়ে এসেই আবার ভুল চিকিৎসা দেন আড়াই বছরের আজুয়া নামে ঔই শিশুকে। সে ঢাকা শিশু হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন ছিলেন।
আড়াই বছরের শিশু আজুয়াকে ভুল চিকিৎসার বিষয়ে প্রশ্ন করলে খোরশেদ আলম বিষয়টি অস্বীকার করেন এবং তিনি কোন ডাক্তার নন বলে জানান। তিনি ঔই ডায়াবেটিস সমিতি নামে ফার্মেসির মালিক বলে স্বীকার করেন। কেন পুলিশ আপনার ফার্মেসীতে একাধিক বার এসেছে জানতে চাইলে তিনি এর কোন উত্তর না দিয়ে চলে যান।
এ বিষয়ে ভুক্তভোগী শিশু আজুয়ার মা রিয়া আক্তার বলেন, আমার মেয়ের প্রচন্ড জ্বর ছিল। খোরশেদ আলমের ডায়াবেটিস সেন্টারে গেলে তিনি ২৫ পাওয়ারের ভল্টারিন ঔষধ দেন। ঔই ঔষধ খাওয়ার পরই আজুয়া ভমি করতে থাকেন। পরে খোরশেদ আলমের কাছে বিষয়টি নিয়ে কথা বললে সে আমাদের সাথে খারাপ আচরণ করেন এবং বলেন, আপনারা যা পারেন করেন বলে হুমকিও দেন।
এ বিষয়ে ধামরাই থানার উপ- পুলিশ পরিদর্শক আব্দুস সোবহান বলেন, ভুক্তভোগী আজুয়ার মা রিয়া আক্তার একটি লিখিত অভিযোগ করেন তার মেয়েকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পরিদর্শন করে এর সত্যতা পেয়েছি। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। ঔই ফার্মেসির মালিক খোরশেদ আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
এ বিষয়ে ধামরাই সরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নূর রিফফাত আরাকে তার মুঠোফোনে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.