স্টাফ রিপোর্টার : মোবাইল ভিত্তিক অ্যাপ Inform ATU এর মাধ্যমে অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেফতারকৃত আসামীর নাম— শিমুল (২৬)। তার পিতার নাম— মো: ওমর আলী। সে রাজশাহী জেলার রাজপাড়া থানার কোর্ট বোলনপুর গ্রামের বাসীন্দা।
শনিবার বিকেলে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, Inform ATU মোবাইল অ্যাপের মাধ্যমে গৃহিত একটি অভিযোগের ভিত্তিতে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি আভিযানিক দল শনিবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১ টায় নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন পূর্বাচল নীলা মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী শিমুল'কে গ্রেফতার করেছে।
অভিযোগের বিষয়ে তিনি বলেন, একজন ভুক্তভোগী গত ১৯ নভেম্বর Inform ATU অ্যাপের মাধ্যমে অনলাইনে এটিইউ’র সাইবার ক্রাইম উইং এর কাছে একটি অভিযোগ প্রেরণ করেন। অ্যাপে দেয়া তথ্য মতে, অভিযোগকারী নারী এবং গ্রেফতারকৃত আসামী শিমুল উভয়েই রুপগঞ্জ থানাধীন একটি পোশাক কারখানায় চাকরী করেন। একই কারখানায় চাকুরীর সুবাদে আসামী শিমুল নিজের ধমীর্য় পরিচয় গোপন করে অভিযোগকারী নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
তিনি আরও বলেন, অভিযোগ পত্রে বলা হয়, চলতি বছরের ৩ আগষ্ট আনুমানিক সন্ধ্যা ৭ টায় গ্রেফতারকৃত শিমুল বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে অভিযোগকারী ঐ নারীকে রুপগঞ্জ থানাধীন নিজের ভাড়া বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। পরবতীর্তে, ধর্ষণের শিকার ঐ নারী আসামী শিমুলকে বিয়ের জন্য চাপ দিলে আসামী শিমুল ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।
পুলিশ সুপার ছানোয়ার বলেন, অভিযোগ পাওয়ার পর এটিইউ’র সাইবার ক্রাইম উইং বিষয়টি রুপগঞ্জ থানাকে জানালে, গ্রেফতারকৃত আসামী শিমুলকে একমাত্র আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয় এবং আসামীকে গ্রেফতারের জন্য রুপগঞ্জ থানা এটিইউকে অধিযাচন পত্র প্রেরণ করে।
পরবর্তীতে অধিযাচন পত্রের ভিত্তিতে এন্টি টেররিজম ইউনিট আসামী শিমুলকে গ্রেফতার করে এবং গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.