Site icon Daily Dhaka Press

বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি(NPP)-থেকে বাংলাদেশ সনাতন পার্টি(BSP) এর ত্রিশ জনের মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব সংবাদদাতা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য গনতন্ত্র বিকাশ মঞ্চ জোটের ন্যাশনাল পিপলস পার্টি(NPP) এর প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ সনাতন পার্টি(BSP)।আজ জোটর অফিস হতে বাংলাদেশ সনাতন পার্টি(BSP)- এর ৩০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

বাংলাদেশ সনাতন পার্টি(BSP)-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক অ্যাড. সুমন কুমার রায় বলেন,বাংলাদেশ সনাতন পার্টি(BSP)থেকে প্রায় ৮০ জন মতো প্রার্থী নির্বাচন করতে আগ্রহী হলে ও জোটগত নির্বাচনের কারনে আমরা ৩০ জন মনেনয়ন ফরম সংগ্রহ করেছি, আশাকরি আওয়ামীলীগের মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর আগামীতে এই সংখ্যা বাড়তে পারে।

বাংলাদেশ সনাতন পার্টি(BSP)থেকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে তারা অধিকাংশ তরুন আমি বিশ্বাস করি বাংলাদেশে রাজনৈতিক যে সংকট ও শক্তিশালী বিরোধ দলের অভাব সেটা আগামীতে বাংলাদেশ সনাতন পার্টি(BSP) পূরন করতে সক্ষম হবে।

অ্যাডভোকেট সুমন কুমার রায় দৃঢ়তার সাথে আরো বলেন আমি নিজে যশোর ৩ নং আসন হতে নির্বাচন করবো। আশাকরি যশোর ৩ নং আসন ও সংসদীয় ৮৭ আমার নিজের নির্বাচনী আসনে সকলের আর্শীবাদে ও দোয়া এবং সমার্থনে ভালো করতে আশাবাদী। আমরা নির্বাচন কমিশনের নিকট অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ও পেশিশক্তি মুক্ত নির্বাচন প্রত্যাশী করি।

Exit mobile version