নিজস্ব সংবাদদাতা : লেখক ও সাংবাদিক রিফাত কান্তি সেনের বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ২৩ নভেম্বর গভীর রাতে এ চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করেছে চোরের দল। এসময় তারা প্রায় ২৭ কাহন সুপারি, একটি গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার, ২ টি সাইকেল সহ প্রায় এক লক্ষ টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
বিষয়টি নিয়ে রিফাত কান্তি সেন জানান, আমার বাবা গত সোমবার ব্রেন স্ট্রোক করলে তাকে নিয়ে আমি ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করাই। বাড়িতে আমার অসুস্থ মা ও স্ত্রী অবস্থান করলেও চোরের দল আমাদের খারাপ সময়ের সুযোগ নিয়েছে। আমাদের এলাকায় বেশ কিছুদিন ধরেই চুরির ঘটনা ঘটছে।
স্থানীয় ও বহিরাগত অনেকেই গভীর রাত পর্যন্ত রাস্তায় ঘোরাঘুরি করে বলে শুনে আসছি। এরা চৌরাস্তা এবং বাজারের আশে-পাশে আড্ডা দিয়ে থাকে এবং সুযোগ বুঝে মানুষের বাড়ির গরু, ছাগল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রাদি চুরি করে। স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসন বিষয়টি নিয়ে কি ভাবছে সেটা বুঝি না।
প্রতিনিয়ত এসব চুরির ঘটনাগুলো বাড়ছে। মানুষের জান-মালের নিরাপত্তা বিগ্নিত হচ্ছে। প্রশাসনের তৎপরতা আরো বাড়ানো উচিত। চোরদের যাতে দ্রুত আইনের আওতায় আনা যায় সে ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের কাছে বিনীত অনুরোধ থাকবে। আমি ঢাকা থেকে ফিরে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করবো।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ৮নং পাইকপাড়া দঃ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রাজন শেখ। ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম জিতু। ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমুখ।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.