
স্টাফ রিপোর্টার:বাংলাদেশ বুলেটিনের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জনাব রফিকুল ইসলাম রতনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডেইলি ঢাকা প্রেসের সম্পাদক জনাব খান মোহাম্মদ সালেক।
দিনের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে ফুলেল শুভেচ্ছা গ্রহণ ও অতিথি আপ্যায়ন। আয়োজন প্রসঙ্গে বাংলাদেশ বুলেটিনের ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম রতন জানান, গণমানুষের দৈনিক, বাংলাদেশ বুলেটিনের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে সবাই যেভাবে ফুলেল শুভেচ্ছা দিতে এসেছে তা দেখে সত্যিই অভিভূত। সবার দোয়া ও ভালবাসা নিয়েই এগিয়ে যেতে চায় বাংলাদেশ বুলেটিন।
উল্লেখ্য খান মোহাম্মদ সালেক টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি হিসেবেও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।