আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে এক নাবালকসহ ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এতে ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে নিহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা বেড়ে ২৩৯ হলো।
মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, ইসরায়েলি বাহিনী স্থানীয় সময় শনিবার গভীর রাতে এবং রবিবার ভোরে জেনিন শহরে পাঁচ ফিলিস্তিনিকে এবং নাবলুসের কাছে ইয়াতমা গ্রামে ষষ্ঠজনকে গুলি করে হত্যা করেছে। এ ছাড়া জেনিনে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরো ছয় ফিলিস্তিনি।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী জেনিনে ‘বিভিন্ন দিক থেকে গুলি চালায় এবং সরকারি হাসপাতাল ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে গুলি চালায়’।
এদিকে ইসরায়েলি সামরিক মুখপাত্রের কার্যালয় বলেছে, তারা ঘটনাগুলো খতিয়ে দেখছে।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে চলমান চার দিনের যুদ্ধবিরতির মাঝেই এ অভিযানগুলো হয়। গাজায় সাত সপ্তাহের লাগামহীন ইসরায়েলি হামলায় ছয় হাজারের বেশি শিশুসহ প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে৷ বাস্তুচ্যুত হয়েছে অন্তত ১৫ লাখ মানুষ।
ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় এক হাজার ২০০ জন নিহত এবং প্রায় ২৪০ জন জিম্ম হয়েছে। হামাসের ওই হামলার পর থেকেই গাজায় যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল।
গাজায় সামরিক অভিযান শুরু করার পর থেকে পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে ইসরায়েল৷ ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে ৫২ শিশু সহ কমপক্ষে ২৩৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং তিন হাজার জনেরও বেশি লোককে গ্রেপ্তার করেছে।
জাতিসংঘের মতে, ২০০৬ সাল থেকে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের জন্য গত বছর ছিল ‘সবচেয়ে মারাত্মক’।
২০২২ সালে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় ১৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছিল। চলতি বছর ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে কমপক্ষে ৩৭১ ফিলিস্তিনিকে হত্যা করেছে।
সূত্র : আলজাজিরা