ঢামেক প্রতিবেদক: রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁওয়ে একটি কন্সট্রাকশন সাইটে থিনারের কেমিক্যাল ড্রাম কাটার সময় ৪ জন দগ্ধ হয়েছেন। চিকিৎসক জানিয়েছেন দুইজনের অবস্থা আশঙ্কাজনক বাকি দুইজন আশঙ্কামুক্ত।
সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- মোজাফফর (২৬), রফিকুল (১৮), সরলাল দাস (৪৫) ও মো রবিন (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম।