Site icon Daily Dhaka Press

স্কুল ছুটির সময়কে টার্গেট করে ছিনতাই করতো চক্রটি

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর এলাকায় বিভিন্ন স্কুল ছুটির সময়ে অভিভাবক ও শিক্ষার্থীদের ভিড়ের মধ্যে ঢুকে ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো , মো. জনি (২৩) ও মো. সাগর (২৪)। এসময় তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়ে‌ছে।

রাজধানীর মিরপুর মডেল থানার মনিপুর বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার ( ২৭ নভেম্বর ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, ছিনতাইকারী চক্রটি স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে। প‌রে সুযোগ বুঝে অভিভাবকদের ব্যাগ, মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, জনি ও সাগর পেশাদার ছিনতাইকারী। তবে তারা সবাইকে টার্গেট করে না। তাদের টার্গেট স্কুলের সামনে অপেক্ষমান নারী অভিভাবকেরা। তারা সাধারণত স্কুল ছুটির সময় এসব অভিভাবকদের আশপাশে ঘুরঘুর করে। এরপর সুযোগ বুঝে ব্যাগ, মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়। এসময় কেউ বাধা দিলে তাকে ছুরি দিয়ে মারার ভয় দেখায়।

ওসি মহসীন জানান, স্কুল ছুটির সময় সবাই সন্তান নিয়ে ব্যস্ত থাকে, তাই এই সময়টিকেই তারা টার্গেট করে। রোববারও ছিনতাইয়ের উদ্দেশ্যে মণিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে যায় তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।

Exit mobile version