স্টাফ রিপোর্টার: বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধ চলাকালে গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত মোট ১০টি যানবাহনে আগুন দিয়েছে বলে জানিয়েছে পেয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে এই তথ্য জানান ফায়ার সার্ভিসের উপপরিচালক শাহজাহান শিকদার।
তিনি বলেন, ঢাকা সিটিতে ১টি, নওগাঁয় ১টি, কিশোরগঞ্জ ১টি, খাগড়াছড়ি ১টি, দিনাজপুর ১টি, রাজশাহী ১টি, নাটোর ৩টি ও সিলেটে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫টি বাস, ৪টি ট্রাক ও ১টি কাভার্ড ভ্যান ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বলেন, এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫ ইউনিট ও ৭৫ জন জনবল কাজ করেছে। গত ২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সারাদেশে ২১৮টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.