Site icon Daily Dhaka Press

ঢাকায় দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া

কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস ছিল। কিন্তু গত ২০ নভেম্বর থেকে বাংলাদেশে তাদের দূতাবাসের সব কার্যক্রম বন্ধ করেছে। এখন থেকে ভারতের দিল্লিতে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দেখাশোনা করবে।

কূটনৈতিক একটি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আরও উন্নত ব্যবস্থাপনা এবং রিলোকেশনের জন্যই উত্তর কোরিয়া বাংলাদেশে তাদের দূতাবাস বন্ধ করেছে। এ অঞ্চলে নেপাল এবং সারা বিশ্বে অনেক দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া।

বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস ছিল। উত্তর কোরিয়ায় বাংলাদেশের দূতাবাস নেই। চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে উত্তর কোরিয়ার সঙ্গে বিষয়গুলো দেখাশোনা করা হয়।

Exit mobile version