এইচ এম বাবলু বাউফল (পটুয়াখালী) :
জেলার বাউফলে প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধণ করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামসুল আলম মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস ও বাউফল প্রেসক্লাবর সভাপতি কামরুজ্জামান বাচু প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি অর্থবছর রবি মৌসুমের উপলক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৫২৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ ও খেসারি বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরণ করা হব।