স্টাফ রিপোর্টার: জাতীয় প্রেসক্লাবের সামনে আজ ‘গণতন্ত্র মঞ্চের’ মানববন্ধনে বক্তারা গতকালের গণভবনের আওয়ামী লীগ প্রার্থীদের সাক্ষাৎকারের নিয়ে অভিযোগ করে বলেন “ গণভবন কি বাংলাদেশ আওয়ামী লীগের অফিস? এটা কোন নির্বাচন হচ্ছে না, নির্বাচনের কোন উৎসব নেই, টেলিভিশন খুললেই দেখবেন শুধু বিক্ষোভের ছবি দেখাচ্ছে। এমপি হলেই মাল কামাও, মাল বানাও, শুধু ধনী হতে হবে “।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, ওবায়দুল কাদের বলে বেড়াচ্ছে, নেত্রীর সাথে বাইডেন ছবি তুলেছে, তলে তলে আপোস হয়েছে, কে কোন দিকে আছে জানি না, কিন্তু দিল্লি আমাদের সাথে আছে। সাজাপ্রাপ্ত মানুষকে বছরের পর বছর বন্দী রেখে এবং দুই হাত কাটা মানুষের নামে সন্ত্রাসী মামলা দিয়ে মৃত মানুষের নামে ফৌজদারি মামলা দিয়ে সাজা দেওয়ার অভিযোগ করেছেন তারা।