Daily Dhaka Press

ধামরাইয়ে ব্যতিক্রমি আয়োজনে শিক্ষকের বিদায় সংবর্ধনা

ধামরাই( ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ব্যতিক্রমি আয়োজনের মধ্য দিয়ে মো: ইসতিয়াকুল ইসলাম নামে এক কলেজ শিক্ষকের বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছেন আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

এমন ভাবে শিক্ষককে বিদায় জানানো হয়েছে যা স্বরণকালের ইতিহাস হয়ে থাকবে। প্রতিষ্ঠানের বিশাল মাঠের চতুর্দিকে প্রায় সাড়ে ১৪ শত শিক্ষার্থীকে দুই সারিতে সাজিয়ে তার মধ্যে দিয়ে হেঁটে সকল শিক্ষার্থীদের সম্ভোধনের মধ্যে দিয়ে ওই শিক্ষকের বিদায় জানানো হয়। ঔই ব্যতিক্রমি বিদায় অনুষ্ঠানের আয়োজনের নেতৃত্ব দেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন।

গতকাল আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে শিক্ষকের ওই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরেজমিনে দেখা যায়, আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার শিক্ষক ভূগোলের প্রভাষক ইসতিয়াকুল ইসলাম ভূগোলের শিক্ষক হিসেবে প্রায় সাড়ে ৭ বছর শিক্ষকতা করেছেন। তিনি জলসিড়ি ক্যান্টনমেন্ট কলেজে নতুন যোগদান করেন।

নতুন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের পূর্বে আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনি বিদায় নেন। কিন্তু ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, শিক্ষক, শিক্ষার্থীরা শিক্ষক ইসতিয়াকুল ইসলামকে এমনি এমনি বিদায় দেন নি। তৈরি করেছেন নতুন ইতিহাস। একজন শিক্ষক কতটা সম্মানের তা দেখিয়ে দিলেন আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

বিদায়ের দিন আয়োজন করলেন ব্যতিক্রমি আয়োজন। অত্র প্রতিষ্ঠানের সাড়ে ১৪ শত শিক্ষার্থীদের বিশাল মাঠের চতুপার্শে দুই সারিতে দাড় করিয়ে হাততালির মধ্যে দিয়ে ওই শিক্ষককে বিদায় জানানো হয়। আফাজ উদ্দিন কলেজের শিক্ষার্থী আবু রায়হান, সাজ্জাদ হোসেন ও রাজীব হোসেন বলেন, ইসতিয়াকুল ইসলাম স্যার আমাদের খুব যত্নসহকারে পাঠদান করাতেন। একদিন কলেজে না আসলে তিনি ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতেন। তার বিদায় মেনে নিতে পারছি না বলে কান্নায় ভেঙে পড়েন।

কলেজের হিসাব বিজ্ঞানের শিক্ষক মাহবুব হোসেন ও যুক্তিবিদ্যা বিষয়ের শিক্ষক মোকাদ্দিস হোসেন বলেন, ইসতিয়াকুল ইসলাম আমাদের খুব ভালো একজন সহকর্মী ছিলেন। সদা হাস্যোজ্জল সদালাপী ছিলেন। তার বিদায় খুবই কষ্টদায়ক। কিন্তু তিনি পেশাগত জীবনে উন্নতি লাভ করুক এ কামনা করি। এতে শুধু প্রতিষ্ঠানের শিক্ষার্থীই নন সকল শিক্ষকসহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারি উৎসাহ উদ্দীপনা নিয়ে শিক্ষকের বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রিয় শিক্ষককে বিদায় দিতে অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন।

শুধু তাই নয় প্রিয় সহকর্মীদের অনেকেই প্রিয় শিক্ষক ইসতিয়াকুল ইসলামকে ধরে কান্না করতে থাকেন। এতে বাদ পড়েন নি প্রতিষ্ঠানের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন। বিদায়ী শিক্ষক ইসতিয়াকুল ইসলাম বলেন, সাড়ে ৭ বছর আফাজ উদ্দিন কলেজে ভূগোলের প্রভাষক হিসেবে কর্মরত ছিলাম। প্রতিষ্ঠানের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন স্যারসহ সকল শিক্ষকবৃন্দ আমাকে সব সময় সহযোগিতা করেছেন।

দূর্বল শিক্ষার্থীদের কিভাবে মেধাবী করে গড়ে তোলা যায় সব সময় কাজ করেছি। আফাজ উদ্দিন কলেজ থেকে যখন নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার জলসিড়ি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চলে আসি তখন ব্যতিক্রমি আয়োজনের মধ্যে দিয়ে আমাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় যা আমার সারাজীবন মনে থাকবে। আমি আফাজ উদ্দিন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করি।

Exit mobile version