নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ এনিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) ৫ম বারের মতো আন্তর্জাতিক মেলা আয়োজন করতে যাচ্ছে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা ঢাকায় তিন দিনের এই মেলা আগামী ৩০ নভেম্বর ২০২৩ হতে ২ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত প্রতিদিন সকাল ১০ ঘটিকা থেকে সন্ধ্যা সাত ঘটিকা পর্যন্ত চলবে।
মেলায় ২১৫ টি কোম্পানির ৫৮০টি স্টল থাকবে। এ মেলা দেশের মৎস্য ও প্রাণিজ খাতের সমস্যা ও এর প্রতিকার কারিগরি উন্নয়ন নিরাপদ আমিষের স্থানীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে ব্যাপক অবদান রাখবে। এছাড়াও এ মেলাতে পোষা প্রাণীর রোগ নিরাময় ও লালন পালনের বিবিধ তথ্য প্রদর্শন করা হবে। মেলা আগামী ৩০ নভেম্বর ২০২৩ ইংরেজি সকাল ১০:৩০ ঘটিকায় উদ্বোধন করবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি।
এছাড়া মৎস্য ও প্রাণিজ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডঃ নাহিদ রশিদ বিশেষ অতিথি এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ডাঃ মোঃ এমদাদুল হক তালুকদার এবং মৎস্য অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব খঃ মাহবুবুল হক গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন। জনাব সায়েম উল হক প্রেসিডেন্ট এনিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
মেলায় বাংলাদেশ, চীন, মিশর, জার্মানি, ভারত, পোল্যান্ড, দক্ষিণ, কোরিয়া, রোমানিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম সহ অন্যান্য দেশের জাতীয় ও খ্যাতনামা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এবং এমিনেল হেলথ সেক্টরে ব্যবহৃত বিভিন্ন পণ্য ও উপকরণাদি উপস্থাপন করা হবে বাংলাদেশ প্রাণিজ সেক্টরের সকল উদ্যেক্তা, খামারী, পেশাজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ জনগণ মেলায় অংশ গ্রহণের মাধ্যমে সেক্টরের বিভিন্ন সমস্যা, প্রতিকারের উপায় নতুন বিনিয়োগ সম্ভাবনা ও সার্বিক বিষয়ে জ্ঞান রাখতে সক্ষম হবেন। মেলা চলাকালীন সময় কোন প্রকার ফি ছাড়াই যেকোন দর্শনার্থী মেলা পরিদর্শন করতে পারবেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.