জাবি সংবাদদাতা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে বাসে হেনস্তার অভিযোগে এক বহিরাগতকে বিবস্ত্র করে মারধর করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হেনস্তার শিকার ছাত্রী সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী।
সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অভিযুক্তকে বিবস্ত্র করে মারধরের এই ঘটনা ঘটে।
বহিরাগত ওই ব্যক্তির নাম রমজান। সে একই বাসে টাঙ্গাইলে যাচ্ছিল। সে বিবাহিত এবং বাড়িতে তার দুটি মেয়ে রয়েছে বলেও জানা যায়।
এর আগে বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডি এলাকায় ঠিকানা পরিবহনের একটি চলন্ত বাসে অভিযুক্ত ব্যক্তি রমজান ভুক্তভোগী ওই ছাত্রীর পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেন এবং গোপনে ছবি ধারণ করেন। এসময় বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী রাতুল ওই ব্যক্তিকে বাসের মধ্যে মারধর করে। পরে তাকে ক্যম্পাসে এনে বিবস্ত্র করে কান ধরে উঠবস ও মারধর করা হয়। মারধরের পরে তাকে ন্যাড়া করে দেওয়া হয়।
মারধরের বিষয়ে রাতুল বলেন, "বাসের মধ্যে ঘটনাস্থলে অনেকেই উপস্থিত ছিলেন এবং মারধর করেছেন। আর ক্যাম্পাসে এসে তাকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে এবং কখনও যেন এমন কাজ করার সাহস না পায় সেই শাস্তি স্বরূপ ন্যাড়া করে দেওয়া হয়েছে। তবে ওই ব্যক্তির পরিবারের কথা চিন্তা করে আমরা তাকে পুলিশ- প্রশাসনের হাতে তুলে দেইনি।"
নাম না প্রকাশ করার শর্তে ঘটনাস্থলে উপস্থিত অন্য এক যাত্রি বলেন, " বাসের মধ্যে অভিযুক্ত ওই ব্যক্তি ভুক্তভোগী ওই ছাত্রীর ছবি তুলে এবং পোশাক নিয়ে কটুক্তি করে। এজন্য ভুক্তভোগী ছাত্রী এবং রাতুল সেখানে মারধর করে।"
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.