চট্টগ্রাম ব্যুরো : চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে চাঞ্চল্যকর ট্রাভেল এজেন্ট প্রতারণা ও ৬,২৬,০০০/- (ছয় লক্ষ ছাব্বিশ হাজার টাকা) আত্মসাৎ এর অভিযোগে ব্লু ড্রিম ট্যুর এন্ড ট্রাভেলস, ৯২, আগ্রাবাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ভুক্তভোগী জসিম উদ্দিন মামলা দায়ের করেন।
চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট ৬ষ্ট কাজী শরীফুল ইসলামের আদালত আজ ২৭ নভেম্বর সোমবার বাদীর জবানবন্দি গ্রহন ও শুনানি শেষে অভিযোগটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী এড. জিয়া হাবীব আহসান বলেন, এদের প্রতারণার সিন্ডিকেট অনেক শক্তিশালী। আগ্রাবাদের মতো বাণিজ্যিক এলাকায় তাদের প্রতারণার রমরমা ব্যবসা চলছে প্রসাসনের নাকের ডগায়। প্রতিনিয়ত তাদের দ্বারা প্রতারিত হচ্ছেন অনেকেই।
কিন্তু কেউ আইনের আশ্রয় নিতে সাহস করেননি এই সব মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে। প্রশাসনের উচিৎ এদের প্রতারণার সিন্ডিকেট ভেঙে দিয়ে তাদের আইনের আওতায় আনা, অফিস সিলগালা করে জনগণকে সতর্ক করে দেয়া।
মামলার অভিযুক্ত আসামীগণ হলেন 'ব্লু ড্রিম ট্যুর এন্ড ট্রাভেল লি:' এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দূল হালীম ঠাকুর, ম্যানেজিং ডাইরেক্টর মো. ইব্রাহীম শেখ সহ সর্বমোট ৯ জন অংশীদার ও কর্মকর্তা।
এই বিষয়ে জানতে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল হালিম ঠাকুর কে বারবার মুঠোফোনে কল করেও পাওয়া যায়নি।
ব্লু ড্রিম ট্যুর এন্ড ট্রাভেলস লিঃ 'এটাব' সদস্য কিনা এই বিষয়ে জানতে এটাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মিয়ার সাথে কথা বললে তিনি জানান, এই নামের কোন ট্রাভেলস এজেন্সি আমাদের সদস্য তালিকায় নেই। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন মানবাধিকার এডভোকেট জিয়া হাবীব আহসান, এড হাসান আলী, এড বদরুল হাসান, এড জিয়াউদ্দিন আরমান, এড কে এম শান্তনু প্রমূখ।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.